আর্জেন্টিনার মাঠের খেলায় কিংবা সাজঘরে, যেখানেই লিওনেল মেসিকে দেখা যায়, পাশেই সুঠাম দেহের রদ্রিগো ডে পল যেন থাকবেনই। মেসির বডিগার্ড খ্যাত ডে পলকে এখন মেসির সাথে শুধু আর্জেন্টিনার হয়ে নয়, ইন্টার মিয়ামি জার্সিতেও দেখা যাবে, জানাচ্ছে বেশকিছু ইউরোপীয় গণমাধ্যম। বর্তমান বাজারদর ২৫ মিলিয়ন ইউরোর চেয়ে অনেক কমেই মেজর লিগ সকারের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে ৪ বছরের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে মিয়ামিতে যোগ দেবেন তিনি।
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসির তথ্য, ইন্টার মিয়ামি এবং অ্যাটলেটিকোর মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। মেজর লিগ সকারের ক্লাবটি ইতিমধ্যেই ডে পলের সাথে ব্যক্তিগত সমঝোতায় পৌঁছেছে। জলদিই ৩১ বর্ষী তারকা আনুষ্ঠানিক চুক্তিতে স্বাক্ষর করবেন। ১৫ মিলিয়ন ইউরোয় তাকে দলে টানা হচ্ছে বলে খবর। শুরুতে ধারে মিয়ামিতে যোগ দেয়ার কথা থাকলেও এখন ৪ বছরের চুক্তিতেই হচ্ছে।
ডে পলের মিয়ামিতে যোগ দেয়া মেসিদের জন্য ইতিবাচকভাবে দেখা হচ্ছে। মেসির সাথে তার সাবেক ক্লাব বার্সেলোনার ৩৭ বর্ষী সার্জিও বুসকেটস, ৩৮ বর্ষী লুইস সুয়ারেজ এবং ৩৬ বর্ষী জর্ডি আলবা খেলছেন, সঙ্গে ডে পলের যোগ দেয়া মেসিকে আরও সাহায্য করবে ইন্টার মিয়ামির জন্য সাফল্য বয়ে আনতে।
ডে পল ২০২১ সালে মেসি সঙ্গে আর্জেন্টিনার ১৫তম কোপা শিরোপা জয়ে ছিলেন, সেই ম্যাচে ডি মারিয়ার একমাত্র গোলের অ্যাসিস্ট করেছিলেন। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলে অন্যতম সদস্য তিনি। মেসির সাথে ২০২৪ সালের আবার কোপা শিরোপা জয়ের সঙ্গীও তিনি। ডে পল অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ২০২১ থেকে ১৮৭ ম্যাচে ১৪ গোল এবং ২৬ অ্যাসিস্ট করেছেন।









