ম্যানচেস্টার সিটির জার্সিতে দারুণ করেছেন রদ্রি। তিনটি শিরোপা জিতেছিলেন গত মৌসুমে। ইউরো চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে জিতেছেন শিরোপা। ২০২৩-২৪ মৌসুমজুড়ে দারুণ পারফর্ম করায় স্পেন মিডফিল্ডারের হাতে উঠেছে ব্যালন ডি’অর। ৬৪ বছর পর কোনো স্পেন ফুটবলার জিতেছেন বর্ষসেরার এই পুরস্কার। সবশেষ ১৯৬০ সালে স্পেনের লুইস সুয়ারেজ জিতেছিলেন ফ্রাঞ্চ ফুটবল সাময়িকীর দেয়া এই পুরস্কার।
সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৪ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। ভিনিসিয়াস জুনিয়র, লাউতারো মার্টিনেজদের টপকে এবার ডি’অর জিতেছেন রদ্রি। এবারের মনোনীত ৩০ জনের তালিকায় ছিলেন না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানোর রোনালদোর নাম।
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে ছিলেন ইউরোজয়ী স্পেন তারকা। স্পেনকে ইউরো জেতানোর পাশাপাশি ম্যানসিটির হয়ে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন রদ্রি। স্পেন ও ম্যানসিটির হয়ে সব মিলিয়ে রদ্রি ম্যাচ খেলেছেন ৬৩টি। গোল ১২টি, গোলে সহায়তা করেছেন ১৬টি। গোলপ্রতি গুরুত্বপূর্ণ পাস ১.৬৭। বড় সুযোগ তৈরি করেছেন ১১টি।
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রদ্রির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস। রিয়ালের হয়ে তিনটি শিরোপা জিতেছেন- চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। তবে জাতীয় দলে খুব একটা সাফল্য নেই। কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। গত মৌসুমে ভিনি ব্রাজিল ও রিয়ালের হয়ে সব মিলিয়ে ৪৯টি ম্যাচ খেলেছেন। ২৬টি গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি।

সেরা তিনে অবস্থান করেছিলেন ভিনিসিয়াসের রিয়াল সতীর্থ জুড বেলিংহাম। ক্লাবের হয়ে তিনটি সাফল্য তার-চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। জাতীয় দলের হয়ে ইংল্যান্ডকে ফাইনালে খেলানোর পথেও অবদান রেখেছিলেন। ২০২৩-২৪ মৌসুমে সব মিলিয়ে ২৭টি গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন ইংলিশ তারকা।
মেয়েদের হয়ে টানা দ্বিতীয়বার ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনা ও স্পেন মিডফিল্ডার আইতানা বোনমাতি। গত মৌসুমে ২৬টি গোলের পাশাপাশি ১৮টি অ্যাসিস্ট করেছেন। জিতেছেন মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ, লিগ টাইটেল, সুপার কোপা ও ন্যাশনস লিগ শিরোপা।
সর্বোচ্চ ৫২ গোল করে যৌথভাবে গার্ড মুলার ট্রফি জিতেছেন গত মৌসুমে পিএসজিতে খেলা কাইলিয়ান এমবাপে ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেন। মাঠের বাইরে ইতিবাচক ভূমিকা রেখে সক্রেটিস পুরস্কার জিতেছেন স্পেন নারী দলের খেলোয়াড় জেনিফার হারমাসো।









