৬৪ বছর পর স্পেনের খেলোয়াড় হিসেবে ব্যলন ডি’অর জিতলেন রদ্রি। সবশেষ ১৯৬০ সালে লুইস সুয়ারেজ জিতেছিলেন ফ্রাঞ্চ ফুটবল সাময়িকীর দেয়া এই পুরস্কার। সেই সঙ্গে ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবেও গড়েছেন মাইলফলক। অবশ্য ক্রাচে ভর দিয়েই মঞ্চে উঠেছেন সিটি মিডফিল্ডার। বর্ষসেরার খেতাব জিতে আবেগপ্রবণও হয়ে পড়েছেন স্পেন তারকা।
সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৪ অনুষ্ঠানে রদ্রির হাতে ট্রফি তুলে দেন লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট, এসি মিলান কিংবদন্তি ও ১৯৯৫ ব্যালন ডি’অরজয়ী জর্জ উইয়াহ। ২০০৬ সালে ফাবিও কানাভারোর পর প্রথম ডিফেন্সিভ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা সপ্তম খেলোয়াড় হিসেবে এই অর্জন তার।
ট্রফি হাতে নিয়ে স্মরণ করলেন নিজের পরিবার ও প্রেমিকা লরাকে। রদ্রি-লরা জুটির অষ্টম বার্ষিকীতে ব্যালন ডি’অর জয় তার। বলেছেন, ‘আমি, আমার পরিবার ও দেশের জন্য খুব খুব বিশেষ একটি দিন। লরাকে ধন্যবাদ জানাই। আজ আমাদের বার্ষিকী। এই পৃথিবীতে সে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।’









