প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে গুরুতর চোটে মাঠ ছেড়ে যান ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। চোট বড় কাল হয়ে দাঁড়াল স্পেন তারকার। এসিএল চোটে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ২৮ বর্ষী ভরসা। পাশাপাশি ক্লাবটির আরেক মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনেরও ফেরা হচ্ছে না অক্টোবরের আগে।
রোববার ম্যাচের ২১তম মিনিটে অস্বস্তিবোধ করে মাঠ ছেড়ে যান রদ্রি। সোমবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আশঙ্কা করা হয়েছিল, দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ডান হাঁটুতে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যায় স্প্যানিশ তারকার। শুক্রবার অপারেশান করা হয়েছে।
শুক্রবার রদ্রির মৌসুম শেষের কথা জানিয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। বলেছেন, ‘সকালে তার অস্ত্রোপচার হয়েছে। পরের মৌসুমে সে মাঠে ফিরবে। এই মৌসুম শেষ। দুর্ভাগ্যবশত সবচেয়ে খারাপ সংবাদটি পেয়েছি। কিন্তু এটা ঘটে। আমরা তার মাঠে ফেরার জন্য যতটা দরকার সমর্থন করে যাবো।’
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে প্রথমার্ধে চোট পান ডি ব্রুইন। শনিবার প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। ম্যাচে বেলজিয়ান তারকাকে পাচ্ছেন না গার্দিওলা।
বলেছেন, ‘নিউক্যাসল সফরে ডি ব্রুইন থাকছে না। এমনকি অক্টোবরে আন্তর্জাতিক বিরতির পরেও অপেক্ষা করতে হতে পারে।’









