রিয়াল মাদ্রিদের মধ্যমাঠে আলো ছড়ানো টনি ক্রুস চ্যাম্পিয়ন লিগ শেষেই বিদায় নিয়েছেন, ইউরো দিয়ে তুলে রেখেছেন বুট জোড়াও। আরেক তারকা লুকা মদ্রিচের ক্যারিয়ারও শেষপ্রান্তে। মাঝমাঠের শক্তি পুনরুজ্জীবিত করতে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রিকে সান্তিয়াগো বার্নাব্যুতে আসার আমন্ত্রণ জানিয়েছেন দানি কারভাহাল। ইউরো চলাকালীন জাতীয় দলের সতীর্থকে প্রতিদিনই সিটি ছেড়ে রিয়ালে যোগ দিতে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন মাদ্রিদ ডিফেন্ডার।
স্পেনের ইউরো ফাইনালের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রদ্রি ও কারভাহাল। আসরে এখন পর্যন্ত দুইজনেই একটি করে গোল করেছেন। দেশের হয়ে মাঠ মাতানো জুটির অন্যসঙ্গীকে তাই ক্লাবেও চাচ্ছেন কারভাহাল।
জার্মানির বার্লিনে রোববার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। শিরোপা মহারণ গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়। তার আগে সংবাদমাধ্যমে আলাপকালে কারভাহাল নিজেই জানিয়েছেন এমনটা।
‘আমি রদ্রিকে প্রতিদিন মাদ্রিদে আসার জন্য বলি। আমি তাকে বলি, ম্যানচেস্টার ছাড়ো, ওখানে ভবিষ্যৎ নেই এবং মাদ্রিদে চলে আসো, তোমাকে আমাদের প্রয়োজন। আর তুমি তো মাদ্রিদ থেকেই এসেছো।’
‘সে বলেছে, (সিটির সঙ্গে) তার চুক্তি আছে, যেখানে (ইংল্যান্ডে) কোনো রিলিজ ক্লোজ নেই…সে মূলত আমাকে এড়িয়ে গেছে। তবে নিঃসন্দেহে রেয়ালের জন্য সে যথার্থ খেলোয়াড় হতো। সে স্প্যানিশ, মাদ্রিদের, রিয়ালের জন্য পুরোপুরি ফিট হতো।’
২০১৯ সালে ম্যানসিটিতে যোগ দেন রদ্রি। ইংলিশ জায়ান্ট ক্লাবটির গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠেছেন রদ্রি। সিটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি রয়েছে তার।









