Advertisements
এক বছর পার করলো গাজা যুদ্ধ। দখলদার ইসরায়েলের আগ্রাসনে ধ্বংসপ্রায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি। ইসরায়েলি সেনাদের হামলার তীব্রতা এবং ক্ষুধা-তৃষ্ণায় আর ওষুধের অভাবে মারা যাচ্ছে সেখানে মানুষ। গাজার পর এবার তাদের মূল টার্গেটে পরিণত হয়েছে লেবানন। এর পাশাপাশি ইয়েমেন, সিরিয়া ও ইরানের বিরুদ্ধেও অস্ত্রের দাপট দেখিয়ে চলেছে দখলদার রাষ্ট্রটি।








