দেড়শো বছরের ইতিহাসে সমারসেটের আর কোনো ক্রিকেটার যে উচ্চতায় পৌঁছাতে পারেননি, সেই পাহাড় ছুঁয়েছেন টম ব্যান্টন। শেষপর্যন্ত থেমেছেন ৩৭১ রানে, যা ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে তার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। আগে কখনও দেড়শো রানের গণ্ডিও টপকাতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৩৩ রানের।
এতদিন সমারসেটের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি ছিল জাস্টিন ল্যাঙ্গারের। ২০০৬ সালে সারের বিপক্ষে কাউন্টি ম্যাচে ৩৪২ রান করেছিলেন অজি সাবেক। ল্যাঙ্গারের ১৯ বছরের পুরনো রেকর্ডটি দ্বিতীয় দিনেই ভেঙেছেন ব্যান্টন, রোববার তৃতীয় দিনে ৪০৩ বলে ৫৬ চার ও ২ ছক্কা মেরে থেমেছেন।
টনটনে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমেছিল ওরচেস্টারশায়ার। প্রথম ইনিংসে ৪৫.৩ ওভার ব্যাট করে ১৫৪ রানে অলআউট হয়। গ্যারেথ রডেরিক ৫৮, জ্যাক লিবি ৩০ ও ম্যাথিউ ওয়েট অপরাজিত ৩২ রান করেন। সমারসেটের হয়ে কেসি অলড্রিজ ৫টি ও ক্রেগ ওভার্টন ৩টি উইকেট শিকার করেন।
জবাবে নেমে রানপাহাড় গড়ে সমারসেট তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬৩৭ রানে ইনিংস ঘোষণা করে। ব্যান্টনের ত্রিপল সেঞ্চুরি ছাড়া ১৫২ রানে আউট হন জেমস রিউ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬ রানে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ওরচেস্টারশায়ার।









