এক ওভারে ৪৩ রান দিয়ে অপ্রত্যাশিত এক রেকর্ড সঙ্গী করেছেন ইংল্যান্ডের ডানহাতি পেসার ওলি রবিনসন। বুধবার ইংলিশ কাউন্টিতে সাসেক্স ক্লাশের হয়ে লিচেস্টারশায়ারের বিপক্ষে হয় রেকর্ডটি।
রবিনসনের বলে লিচেস্টারশায়ারের লুইস কিম্বার প্রথম চার বলে দুটি ছক্কা এবং দুটি চার হাঁকান, যার মধ্যে তিনটি নো বল ছিল। পরের চার বলে ডানহাতি কিম্বার পরপর চারটি বাউন্ডারি মারেন। নবম বলে ওভার শেষ করলেও ইতিমধ্যে রেকর্ডের পাতায় নাম উঠে যায় রবিনসনের।
আধুনিক ক্রিকেটের ইতিহাসে এক ওভারে কোনো বোলারের সবচেয়ে বেশি রান হজম করার রেকর্ড এটি। রবিনসনের রেকর্ডের মধ্যে নিজেপ রেকর্ড করে বসেছেন কিম্বার। এক ওভারে সবচেয়ে বেশি রান নেয়ার রেকর্ড এখন তার।
এ ঘটনার আগে ১৯৯৮ সালে অ্যালেক্স টিউডর অ্যান্ড্রু ফ্লিনটফের কাছে এক ওভারে ৩৮ রান হজম করেছিলেন। সম্প্রতি সেই রেকর্ড ভেঙেছিলেন ইংলিশদের স্পিনার শোয়েব বশির। সারের বিপক্ষে এক ওভারে ৩৮ রান হজম করেছিলেন সম্প্রতি ক্যারিয়ার শুরু করা শোয়েব।









