সুখী দাম্পত্য জীবনের তিন বছর পূর্ণ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ও আশফাকুর রহমান রবিন। ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় এই চিত্রনায়িকা। বিয়ের তৃর্তীয় বিবাহবার্ষিকীতে সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন রবিন-পূর্ণিমা দুজনেই।
পূর্ণিমার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হওয়ার বিষয়টি উল্লেখ করে রবিন লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো, যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা।
তিনি আরো বলেন,“আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে তোমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সাপোর্ট দেয়, সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি।”
আমাদের বন্ধন আরও গভীর হোক উল্লেখ করে রবিন লিখেছেন, আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন।
বিয়ে বার্ষিকী উপলক্ষে স্বামী রবিনের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে পূর্ণিমা লেখেন, আলহামদুলিল্লাহ, ৩ বছর একসাথে কাটানো, এবং প্রতিটি মুহূর্তই ছিল এক আশীর্বাদ। ধন্যবাদ, আমার ভালোবাসা, তোমার আন্তরিক কথার জন্য। তোমার মতো একজন স্বামীর জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ – এত দয়ালু, ধৈর্যশীল এবং সহায়ক। এই বছরগুলো ভালোবাসা, শিক্ষা এবং সুন্দর স্মৃতিতে ভরা, এবং তোমার সাথে আরও অনেক কিছুর প্রত্যাশা করছি, ইনশাআল্লাহ।
“আল্লাহ আমাদের পথ দেখান, আমাদের বন্ধনকে শক্তিশালী করুন এবং আমাদের হৃদয়কে ভালোবাসা ও বিশ্বাসে একত্রিত রাখুন। আমিন, সবাই, দয়া করে আমাদের আপনার জন্য দোয়া করবেন।” বলছিলেন দেশের জনপ্রিয় এই চিত্রনায়িকা।









