খ্যাতনামা মার্কিন অভিনেতা, পরিচালক ও পরিবেশ আন্দোলনের কর্মী রবার্ট রেডফোর্ড আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের সানড্যান্সে নিজ বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জনসংযোগ কর্মকর্তা সিন্ডি বার্গার। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি।
হলিউডে রেডফোর্ডের প্রয়াণ গভীর শোকের সঞ্চার করেছে। মেরিল স্ট্রিপ, জেন ফন্ডা, রন হাওয়ার্ড, মার্লি ম্যাটলিন এবং লেখক স্টিফেন কিংসহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

কে ছিলেন রবার্ট রেডফোর্ড?
রবার্ট রেডফোর্ড অভিনয়জীবন শুরু করেন ছোট চরিত্র দিয়ে। প্রথম বড় সুযোগ পান ১৯৬২ সালের যুদ্ধভিত্তিক ছবি ‘ওয়ার হান্ট’-এ। এরপর ইনসাইড ডেইজি ক্লভার, সিডনি পোলাকের দিস প্রপার্টি ইজ কনডেমন্ড এবং জেন ফন্ডার সঙ্গে রোমান্টিক কমেডি বেয়ারফুট ইন দ্য পার্ক-এ অভিনয় করে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেন।
তবে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় কালজয়ী ছবি বুচ ক্যাসিডি এন্ড দ্য সানডান্স কিড (১৯৬৯), যেখানে তিনি পল নিউম্যানের সঙ্গে অভিনয় করেন। যদিও মুক্তির সময় ছবিটি ততটা সাড়া ফেলেনি, পরবর্তীতে এটি ওয়েস্টার্ন ঘরানার এক ক্লাসিক হিসেবে বিবেচিত হয়।
পরে তিনি দ্য স্টিং, দ্য গ্রেট গেটসবে, লায়নস ফর দ্য ল্যাম্বসসহ অসংখ্য স্মরণীয় ছবিতে অভিনয় করেন। নতুন প্রজন্মের দর্শকদের কাছেও তিনি পরিচিত হন ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার এবং অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ছবিতে আলেকজান্ডার পিয়ার্স চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
অভিনয়ের পাশাপাশি রেডফোর্ড পরিচালনা ও প্রযোজনাতেও সুনাম কুড়ান। তাঁর পরিচালিত প্রথম ছবি ‘অর্ডেনারি পিওপল’ তাঁকে এনে দেয় শ্রেষ্ঠ পরিচালকের অস্কার। এছাড়া দ্য মিলাগ্রো বিনফিল্ড ওয়ার, আ রিভার রানস দো ইট এবং দ্য হর্স হুইসপার তাঁর উল্লেখযোগ্য কাজ।

ইন্ডি সিনেমার গডফাদার
অভিনয়, নির্মাণ ও প্রযোজনার বাইরে তার আরো একটি অনন্য পরিচয় আছে। তিনি সবার কাছে ‘ইন্ডি সিনেমার গডফাদার’ হিসেবে পরিচিত! রেডফোর্ড ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন সানড্যান্স ফিল্ম ফেস্টিভাল, যা স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আসরে পরিণত হয়েছে।
শিল্পীজীবনের পাশাপাশি তিনি ছিলেন প্রগতিশীল কর্মী। জীবনের পুরোটা সময় তিনি পরিবেশ আন্দোলন, আদিবাসী অধিকার ও সমকামী অধিকার নিয়ে সরব ছিলেন।
রবার্ট রেডফোর্ড রেখে গেছেন স্ত্রী সিবিলে স্যাজগারস এবং চার সন্তানকে, যাদের মধ্যে জেমস রেডফোর্ড ও অ্যামি রেডফোর্ড উল্লেখযোগ্য। পিঙ্কভিলা









