নিজের বিপরীতেই অভিনয় করবেন রবার্ট ডি নিরো। ওয়ার্নার ব্রাদার্সের ‘ওয়াইজ গাইজ’ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি নির্মাণ করবেন ব্যারি লেভিনসন।
‘রেইন ম্যান’, ‘ওয়াগ দ্য ডগ’ খ্যাত ব্যারি লেভিনসন এর আগেও রবার্ট ডি নিরোর সঙ্গে কাজ করেছিলেন। ‘ওয়াগ দ্য ডগ’, ‘স্লিপার’, এইচবিও সিরিজ ‘দ্য উইজার্ড অব লাইজ’ ও ‘হোয়াট জাস্ট হ্যাপেন্ড’-এ একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে তাদের।
‘ওয়াইজ গাইজ’ ইতালিয়ান আমেরিকান ক্রাইম বস ভিতো জেনোভেস ও ফ্র্যাঙ্ক কস্টেলো। ১৯৫৭-এ কস্টেলোকে খুন করার চেষ্টা করে ব্যর্থ হন জেনোভেস। তবে খুন না হলেও আহত হওয়ায় মাফিয়া জীবন থেকে অবসর নেন তিনি। পর্দায় এই দুটি চরিত্রই ফুটিয়ে তুলবেন নিরো।
মার্টিন স্করসিসের ‘গুডফেলাস’-এর চিত্রনাট্যের সহ-লেখক নিকোলাস পিলেগি ‘ওয়াইজ গাইজ’ ছবির চিত্রনাট্য লিখছেন। ছবিটি প্রযোজনা করবেন ইরউইন উইঙ্কলার।
সূত্র: ভ্যারাইটি







