মুন্সীগঞ্জ সিরাজদিখানের এক বাড়িতে পেট্রোল বোমা ও ককটেল বিস্কোরণ করে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতিসহ বিভিন্ন দেশীয় এবং বিভিন্ন বিদেশি অস্ত্র দিয়ে ২০-২৫ জনের এক ডাকাতদল আক্রমণ চালিয়েছে। স্থানীয় মাদক ব্যবসায়ী তোফাজ্জলের নেতৃত্বে ‘হাতুড়ি বাহিনী’ নামে একটি কিশোর গ্যাং বাহিনী রয়েছে। তারা এ ডাকাতি করেছে বলে জানা যায়।
গত সোমবার (২০ জানুয়ারি) আনুমানিক রাত ১০ টার উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালিপুর গ্রামে হাজি নাসির উদ্দিন (বাঘা) ’র বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে সিরাজদিখান সেনাক্যাম্প বরাবর অভিযোগ দায়ের করেছে স্থানীয় এলাকাবাসী।
এ সময় ডাকাতরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে স্থানীয় ‘প্রত্যয় ক্লাব’ এ ভাঙচুর চালিয়ে ক্লাবে থাকা নগদ ৬৬ হাজার টাকা লুট করে ও ক্লাবের অনেকগুলো আসবাবপত্র নিয়ে যায়।
এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামী করে সিরাদিখান থানায় একটি মামলা দায়েল করা হয়েছে। সাতজন আসামী হলেন- তুফাজ্জল, কাওসার, মনির, ইয়ামিন, রিফাত, শোয়েব, শিবলু।
মামলার বিবরণে জানা যায়, গত ২০ জানুয়ারি আনুমানিক রাত ১০ টার সময় ২০-২৫ জনের একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়েনের কালিপুর গ্রামের হাজি নাসির উদ্দিন (বাঘা)’র বাড়িতে আক্রমণ শুরু করে। এ সময় ডাকাতির খবর পেয়ে স্থানীয় লোকজন মসজিদের মাইকে মাইকিং করে।
এসময় তুফাজ্জল নামে একজনকে এলাকাবাসি হাতেনাতে ধরার পর কাওসার, ইয়ামিন, মনির, রিফাত, শোয়েব, শিবলুসহ কয়েকজন হাতে থাকা পিস্তল দিয়ে এলোপাথাড়ি গুলি শুরু করে। এ সময় শিবলুর হাতে থাকা পেট্রোল বোমা নিক্ষেপ করে অজ্ঞাতনামা ২০-২৫ জন ডাকাত রামদা, চাইনিজ কুড়াল, চাপাতিসহ বিভিন্ন দেশীয় এবং বিভিন্ন বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়।
পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদের তাড়ানোর উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা এলাকাবাসীর উপরে অতকির্ত হামলা চালায়। এসময় একটি মোটরসাইকেল এ অগ্নিসংযোগ করে এবং স্থানীয় প্রত্যয় ক্লাবে ভাঙচুর চালিয়ে ক্লাবে থাকা নগদ ৬৬ হাজার টাকা লুট করে। এ সময় ক্লাবের আসবাবপত্র ১টি মাইক্রোওয়েভ, ১টি ডিজিটাল ঘড়ি ও একটি কফি মেশিন লুট করে তারা।








