রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার ধসে একই পরিবারের ৫ জন নিহত হওয়ার পরও বিভিন্ন প্রকল্পে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি করা হয়নি। এ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন খোদ ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, মেয়র আতিকুল ইসলাম বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থাকায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর টনক কবে নড়বে?
প্রতিবেদনে আরও বলা হয়, বক্তব্যের শুরুতে দশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেখান আতিকুল ইসলাম। ওই ভিডিওতে দেখা যায়, রাজধানীর শেওড়া এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ক্রেইন দিয়ে উপরে মালামাল ওঠানো হচ্ছে। নীচ দিয়ে চলাচল করছে যানবাহন। কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা সেখানে নেই।
মেয়রের কথা কেউ কানে তুলছে না উল্লেখ করে তিনি বলেন, বারবার নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হলেও কেউ বিষয়টি কেউ কানে তুলছে না। ক্রেইন দিয়ে মালামাল তোলা হচ্ছে, নিচ দিয়ে চলাচল করছে যানবাহন। এখানে কোথায় নিরাপত্তা? শুধু কথায় না, কাগজেকলমে না করে দেখাতে হবে। যে ঠিকাদার কাজ করছেন, তিনি সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। …আমাদের এখনও টনক নড়ে নাই, আর কত প্রাণ গেলে আমাদের টনক নড়বে? সরকারকে বিব্রত করা যাবে না, জনগণকে ভোগান্তিতে ফেলা যাবে না।”
উত্তরায় দুর্ঘটনার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চলমান উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার সঙ্গে মেয়রের সমন্বয় সভার আয়োজন প্রশংসনীয়। মেয়র আতিকুল ইসলাম নিরাপত্তা নিয়ে যেসব কথা বলেছেন, তা যৌক্তিক। নিরাপত্তার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া উচিৎ নয় বলে আমরা আমরা মনে করি।
তবে মেয়রের বক্তব্যের পরও কেউ নিরাপত্তার বিষয়টি কানে তুলছে না বলে যে অভিযোগ আতিকুল ইসলাম করেছেন, তা শঙ্কার। এভাবে চলতে থাকলে উত্তরার মতো দুর্ঘটনা ঘটতেই থাকবে। যা কখনোই আমাদের কাম্য নয়। এজন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। ঢাকাসহ দেশের সব প্রকল্পে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।








