গাজীপুর মহানগরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকালের মত আজ সোমবারও (১৮ নভেম্বর) সড়ক অবরোধ করে রেখেছেন। একই এলাকার ডরিন গার্মেন্টসের শ্রমিকরা তাদের কারখানা খোলার দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছে।
দুই কারখানার শ্রমিকদের হামলার আশংকায় আশপাশের আইরিশ, অকোটেক্স, তুরাগসহ প্রায় ৮-১০ টি কারখানা ছুটি ঘোষণা করেছে।
জানা যায়, অক্টোবর মাসের বেতনের দাবিতে বেক্সিমকো এবং কারখানার খোলার দাবিতে ডরিন এপারেলসের শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সোমবার সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
পুলিশ ও কারখানার শ্রমিকরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। কিছুদিন বন্ধ থাকার পর আজ ডরিন কারখানাটি খোলার কথা থাকলেও না খোলার কারণে সড়ক অবরোধ করে রেখেছে।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প-পুলিশ থানা-পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শ্রমিকেরা বেতন ছাড়া সড়ক ছাড়তে নারাজ। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিকেরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।









