ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে ফের উত্তাল ভাঙ্গা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন এলাকাবাসী।
সকালে সাড়ে ৮টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের নওয়াপাড়া, হামিরদী ও পুকুরিয়া বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ ও সুয়াদী এলাকায় সড়ক অবরোধ করে স্থানীয়রা। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভাঙ্গাকে বিভক্ত করার সিদ্ধান্ত স্থানীয়দের মতামত উপেক্ষা করে নেওয়া হয়েছে। তাদের দাবি, আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই। নগরকান্দার সঙ্গে একীভূত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
স্থানীয়দের ভাষ্যমতে, পূর্বে ফরিদপুর-৪ আসনটি গঠিত ছিল ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে। অপরদিকে ফরিদপুর-২ আসন ছিল নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে। কিন্তু নির্বাচন কমিশনের ৪ সেপ্টেম্বর প্রকাশিত গেজেটে নতুনভাবে ৪৬টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এতে ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়।
অবরোধ চলাকালে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে বিক্ষোভকারীদের উপস্থিতি ও প্রতিবাদে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে করে দুই পাশে আটকা পড়ে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, সড়ক ক্লিয়ার করার চেষ্টা চলছে। তবে বিক্ষোভকারীদের বোঝানো সত্ত্বেও পরিস্থিতি অনুকূলে আসছে না। জরুরি যানবাহনগুলো চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রয়েছি।









