রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। সকালে দ্রুত দুই উইকেট হারিয়েছে টাইগাররা, পরে ঘুরে দাঁড়িয়েছে। ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। একই পথে আছেন আরেক বাঁহাতি মুমিনুল হক।
তৃতীয় উইকেট জুটিতে অবিচ্ছিন্ন আছেন সাদমান ও মুমিনুল। রানের গতি কিছুটা বাড়িয়েছেন দুজনে। ১২৭ বলে ৮১ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে গেছেন। ফিফটি তুলেছেন সাদমান, ১২৩ বলের ফিফটি আসে বাউন্ডারির মাধ্যমে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে বাংলাদেশ। সাদমান ১২৩ বলে ৫৩ রানে এবং মুমিনুল ৬৬ বলে ৪৫ রানে অপরাজিত আছেন।
সকালে ২৭তম ওভারের শেষ বলে খুররাম শাহজাদের ডেলিভারিতে ডিফেন্স করার চেষ্টা করেন শান্ত। বল ব্যাটের ফাঁক গলে সরাসরি স্টাম্পে আঘাত হানে, বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ব্যাটার। ৪২ বল খেলে ১৬ রান করার পথে দুটি চার মারেন অধিনায়ক।
দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে সাজঘরে ফেরেন আগের দিন অপরাজিত থাকা জাকির হাসান। ৫৮ বল খেলে ১২ রান করেন বাঁহাতি ওপেনার, মেরেছেন একটি বাউন্ডারি। তার বিদায়ে ৩১ রানে প্রথম উইকেট হারায় লাল-সবুজের দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বুধবার টসে জিতে পাকিস্তানকে ব্যাটের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ম্যাচের দ্বিতীয় দিন ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ডাবল সেঞ্চুরি থেকে ২৯ রান দূরে ছিলেন রিজওয়ান (১৭১*)। তার ব্যক্তিগত মাইলফলকের জন্য অপেক্ষা করেননি শান মাসুদ। সেঞ্চুরি করেছেন সৌদ শাকিলও (১৪১)। দ্বিতীয় দিনের শেষবেলায় বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছিল।









