পাকিস্তানের খেলোয়াড়রা ফিলিস্তিনকে সমর্থনের জন্য বিশ্বকাপকে ব্যবহার করছেন, ভারতের সমর্থকরা এমন অভিযোগ তুলেছে। সেই অভিযোগ নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বলেছে, খেলোয়াড়দের সংহতি প্রকাশের সিদ্ধান্ত ছিল ব্যক্তিগত।
ফিলিস্তিন-ইসরায়েল সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের বেশকিছু খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। তাদের মধ্যে পেসার হারিস রউফ, লেগ স্পিনার শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ অন্যতম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সহমর্মিতা প্রকাশ করেন।
পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর দলের জয়ও উৎসর্গ করেছিলেন ফিলিস্তিনিদের প্রতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘গাজার ভাই-বোনদের জন্য।’ এতে ভারতীয় সমর্থকরা রিজওয়ানের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বাবর আজমের দল পরের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, শুক্রবার। বেঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচ শুরু হবে।








