নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়ি বাড়ী ইউনিয়নে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে ফসলী জমি ও বসতবাড়ি।
আর এতে আতংকে দিনযাপন করছেন তিস্তা পাড়ের মানুষ। ভাঙ্গন রোধে দ্রুত কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন তারা।
নীলফামারীতে সম্প্রতি ভারী বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর গতি পরিবর্তন হয়ে টেপা খড়িবাড়ীসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। আর এতে হুমকিতে গোরিং বাধসহ পুরো এলাকা।
ভাঙ্গন রোধে নানা পদক্ষেপের কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং পানি উন্নয়ন বোর্ড। তিস্তার ভাঙ্গনে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটেছে।







