মালয়েশিয়ায় ‘ছায়া মাটা মালয়েশিয়ান ওপেন’ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ হচ্ছে। পাহাংয়ে দারুল মাকমুর কুয়াতন স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক এনেছেন বাংলাদেশের রিতু আক্তার। হাইজাম্প ইভেন্টে পদকে হেসেছেন তিনি।
হাইজাম্প ইভেন্টে রিতু আক্তার ১.৭৫ মিটার লাফিয়ে রৌপ্য পদক জেতেন। তার সাথে ১০টি দেশের আরও ১৫ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৭জন অ্যাথলেট।
তাদের মধ্যে পদকের দৌড়ে আছেন বাংলাদেশের আরেক অ্যাথলেট জহির রায়হান। ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে তৃতীয় হিটে জহির রায়হান ২২.২৬ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
১৪ জুন থেকে শুরু হয়ে আসরটি চলবে ১৬ জুন পর্যন্ত।









