পাকিস্তান প্রিমিয়ার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের শুরুটা ছিল দারুণ। চার ম্যাচে পেয়েছিলেন ৮ উইকেট। মাঝে তিন ম্যাচ তাকে খেলানো না হলেও ফেরার দিনে বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করেছেন রিশাদ। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে এই রেকর্ড গড়েছেন তিনি। প্রত্যাবর্তনটা নিজের জন্য ভালো হলেও দলকে জেতানো হয়নি।
করাচি কিংসের বিপক্ষে রোববার মাঠে নামে রিশাদের দল লাহোর কালান্দার্স। বৃষ্টির কারণে খেলা নেমে আসে ১৫ ওভারে। লাহোরের দেয়া ৮ উইকেটে ১৬৮ রানের লক্ষ্যে নেমে ৪ উইকেট ও ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় করাচি। তাতে বৃষ্টি আইনে ৪ উইকেটে জেতে ডেভিট ওয়ার্নারের দল।
বল হাতে ৩ ওভারে ২৮ রান খরচায় ১ উইকেট নেন রিশাদ। ১৫ ওভারের ম্যাচে এমন বোলিং সমীহ জাগানিয়া। এই ১ উইকেটে অনন্য কীর্তিও গড়েছেন রিশাদ। পিএসএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ৯ উইকেট এখন তার। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ নিয়েছেন ৮টি করে উইকেট।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটা এখন লাহোরের জন্য বাঁচা-মরার। পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে হারলেই বাদ পড়বে রিশাদদের লাহোর কালান্দার্স।









