বিগ ব্যাশ লিগে ভালো বোলিং করেছেন রিশাদ হোসেন। টাইগার তারকা আলো ছড়ানোর দিনে দিনে ৭ উইকেট ও ৩৭ বল হাতে রেখে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে বড় জয় তুলেছে হোবার্ট হ্যারিকেনস। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ক্রিস জর্ডান।
আগে বল করতে নামা হোবার্ট হ্যারিকেনসের হয়ে ৪ ওভার বল করেন রিশাদ। ২১ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। তার ওভারে মাত্র দুটি চার মারতে পেরেছে প্রতিপক্ষের ব্যাটাররা, দিয়েছেন ১০টি ডট বল।
ভিক্টোরিয়ায় টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় হোবার্ট। নিয়ন্ত্রিত বোলিং করে ১৪৫ রানে আটকে দেয় মেলবোর্নকে। জবাবে নেমে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ম্যাচ জিতে নেয় রিশাদের দল।
মেলবোর্নের টিম সেইফার্ট সর্বোচ্চ ৩৪ এবং মোহাম্মদ রিজওয়ান ৩২ রান করেন। এছাড়া হাসান খান ২৩ রান করেন। ক্রিস জর্ডান নেন ৪ উইকেট। অধিনায়ক নাথান এলিস নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে নিখিল চৌধুরী সর্বোচ্চ ৭৯ রান করেন। বেন ম্যাকডারমোট ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। এছাড়া টিম ডেভিড ৮ রানে অপরাজিত থাকেন। জেসন ব্যালেনডর্ফ ২ উইকেট নেন।









