২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কন্নড় সিনেমা ‘কানতারা: এ লিজেন্ড – চ্যাপ্টার ১’। হাউজফুল শো নিয়ে সারা ভারতে চলছে সিনেমাটি! আর এই সময়ে অভিনেতা-পরিচালক ঋষভ শেঠির এক আবেগঘন পোস্ট সবার দৃষ্টি কাড়ল সোশ্যাল মিডিয়ায়!
তিনি মনে করিয়ে দিলেন নিজের ২০১৬ সালের একটি পোস্ট (কন্নড় ভাষায় এক্স-এ), যেখানে দুঃখ প্রকাশ করেছিলেন যে তার সিনেমার জন্য একটি সন্ধ্যার শো-ও তিনি পাননি।
আর আজ ২০২৫ সালে এসে তার সর্বশেষ ছবি একসঙ্গে ৫ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং হাউজফুল চলছে!
পুরনো পোস্টটি রিটুইট করে ঋষভ লিখেছেন, ২০১৬-তে একটি সন্ধ্যার শো না পাওয়া থেকে শুরু করে আজ ৫,০০০-এরও বেশি শো হাউজফুল— এই পথচলা একমাত্র দর্শকদের ভালোবাসা, সমর্থন এবং ঈশ্বরের কৃপাতেই সম্ভব হয়েছে।
এই যাত্রায় সঙ্গে থাকা প্রত্যেককে কৃতজ্ঞতা জানান ঋষভ। তার এই হৃদয়ছোঁয়া পোস্ট সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে। অনেকে তার পরিশ্রম, শৃঙ্খলা এবং চলচ্চিত্র নির্মাণে নিখুঁত দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন।
এদিকে কন্নড় সিনেমা ‘কানতারা: এ লিজেন্ড – চ্যাপ্টার ১’ মুক্তির দিনে ভারতে আয় করেছে ৬০ কোটি রুপি। এরমধ্যে শুধু হিন্দি ভার্সনেই সিনেমাটি ১৮ কোটি রুপির বেশী আয় করেছে! ফিল্মফেয়ার.কম









