কিছুদিন আগে প্রকাশ পেয়েছে রিডলি স্কটের ‘নেপোলিয়ন’-এর দ্বিতীয় অফিশিয়াল ট্রেলার। ট্রেলার মুক্তির পর ছবিটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। তবে এই প্রসঙ্গে মুখ খুলেছেন রিডলি স্কট।
‘দ্য নিউ ইয়র্কার’-এ বলা হয়েছে রিডলি স্কটের সিনেমার ট্রেলার দেখে ছোট পর্দার ইতিহাসবিদ ড্যান স্নো একটি টিকটক শেয়ার করেছেন যেখানে তিনি ‘নেপোলিয়ন’ ছবির বেশ কয়েকটি ভুল ধরিয়ে দিয়েছেন।
বিষয়টি নজরে এসেছে রিডলি স্কটেরও। তবে তিনি ইতিহাসবিদের উদ্দেশে বলেছেন, ‘গেট অ্যা লাইফ’।
নির্মাতা জানিয়েছেন তিনি ছবির ক্ষেত্রে কঠোরভাবে ইতিহাস অনুসরণ করতে রাজি নন। তাই কে কী বললো সেটা নিয়েও ভাবছেন না তিনি।
ফরাসি বিপ্লবের সময় নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং ১৮০৪ সালে তিনি ফ্রান্সের সম্রাট হন। ১৮১৪ সালে তিনি এলবাতে নির্বাসিত হন। পরে সেখান থেকে পালিয়ে তিনি ফ্রান্সে যান। ১৮১৫ সালে ওয়াটারলুতে পরাজয়ের আগ পর্যন্ত তিনি পুনরায় দেশটির সম্রাট হিসেবে রাজত্ব করেন। তারপর তাকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয়। নির্জন দ্বীপটিতে ১৮২১ সালে ৫১ বছর বয়সে তিনি মারা যান ।
‘নেপোলিয়ন’ ছবির চিত্রনাট্য লিখছেন ডেভিড স্কারপা, এতে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন জোয়াকিন ফিনিক্স। প্রযোজনা করেছেন কেভিন ওয়ালশ এবং রিডলি স্কট নিজেই। ছবিটি নভেম্বরের ২২ তারিখ মুক্তি পাবে।

সূত্র: ইয়াহু







