বাজারে চালের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। দুই সপ্তাহের ব্যবধানে রসনাবিলাস মসলা এলাচ ২ সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে দেড় হাজার টাকা।
আজ ৩ জানুয়ারি শুক্রবার শীতকালীন মৌসুমী সবজী ও পেঁয়াজের দাম রয়েছে নাগালের মধ্যেই। তবে চাল দামে অসন্তোষ ক্রেতাদের, সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
মসলার বাজারে অকল্পনীয় ভাবে দুই সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছেন এলাচের। কেজি প্রতি বিক্রি হচ্ছে সাড়ে চারহাজার টাকারও বেশি। কারণ বলেতে পারছেন না পাইকারি বিক্রেতারা।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতিকেজি চাল মিনিকেট ৮০ টাকা, আটাশ চাল ৬৫ টাকা, মসুর ডাল ১৩৫ টাকা (দেশি), বেগুন ৫০ টাকা, নতুন আলু ৫০-৬০ টাকা, টমোটো ৭০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এছাড়া তেলাপিয়া মাছ ২০০ টাকা, (মাঝারি আকার) রুই-কাতলা ৩২০ থেকে ৩৫০ টাকা, ব্রয়লার মুরগী ২০০ থেকে ২২০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা ও খাসি ১২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।









