লা লিগায় সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। এতে শীর্ষে থাকা রিয়ালের আরও কাছাকাছি চলে আসার সুযোগ হয়েছে বার্সেলোনার। আর পরের ম্যাচ জিততে পারলে টেবিলে পয়েন্টে রিয়ালকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদের।
ওসাসুনার মাঠে জুড বেলিংহ্যামের লাল কার্ডের পর মোটেও সুবিধা করতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোল হজম করে পয়েন্ট হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২৪ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। সমান ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৫০, আর ২৩ ম্যাচে বার্সাার পয়েন্ট ৪৮, পরের ম্যাচে জিতলে তারা টেবিলে ধরে ফেলবে রিয়ালকে।
প্রথমার্ধে এল সাদরে যথারীতি রিয়াল মাদ্রিদ শো। ১৫ মিনিটে মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে গোল করেন ফরাসি ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে, ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। এরপর ধীরেসুস্থে খেলতে থাকে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
বিপত্তি বাধে ৩৯ মিনিটে। এসময় ফাউল করে সরাসরি রাল কার্ড দেখেন জুড বেলিংহ্যাম। রেফারির সাথে তর্কে জড়ালেও লাভ হয়নি ইংলিশম্যানের। প্রথমার্ধের বাকি সময় লস ব্লাঙ্কোসরা ১০ জনের দল নিয়ে খেললেও কোনো বিপদ ঘটাতে পারেনি ওসাসুনা। টেবিলের নয়ে থাকা দলটি ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায়।
বিরতির পর রিয়াল মাদ্রিদের ১০ জনের সুবিধা কাজে লাগিয়েছে ওসাসুনা। আক্রমণের পর আক্রমণে দিশেহারা হয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার গোলটি আসে ৫৮ মিনিটে। ৫৬ মিনিটে রিয়ালের ডি বক্সের মধ্যে ওসাসুনার খেলোয়াড়কে ফাউল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা।
রেফারি মন্টেরিও ভিডিও রেফারির সাহায্য নিয়ে পেনাল্টি দেন ওসাসুনার পক্ষে। রিয়ালের খেলোয়াড়রা ক্ষোভে ফেটে পড়লেও কাজ হয়নি, সেখান থেকে ফরোয়ার্ড অ্যান্টি বুদিমির গোল করে ১-১ সমতায় ফেরান স্বাগতিকদের।
এরপর অনেক চেষ্টা করেও কাজে লাগাতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র-রদ্রিগোরা। ১-১ সমতায় শেষ করে লা লিগার টেবিল জমিয়ে তুলেছে রিয়াল, সুবিধা করে দিয়েছে বার্সা ও অ্যাটলেটিকোকে।









