মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে চুমু কাণ্ডের ঘটনায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ফিফা। ৯০ দিনের এই নিষেধাজ্ঞার সময়ে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের কোনো কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন না তিনি ।
শনিবার বিবৃতিতে বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হয়েছে, ‘ফিফা ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান জর্জ ইভান প্যালাসিও ‘ফিফা ডিসিপ্লিনারি কোডে’র (এফডিসি) ৫১ নং অনুচ্ছেদ কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে রুবিয়ালেসকে অস্থায়ীভাবে নিষোধাজ্ঞা দিয়েছেন।’
‘এই নিষোধাজ্ঞা আজ থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞাটি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে ২৪ আগস্ট চালু হওয়া শাস্তিমূলক কার্যক্রম শুরু সাপেক্ষে প্রাথমিকভাবে ৯০ দিন বহাল থাকবে। এই সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন রুবিয়ালেস।’
‘জেনিফার হারমোসোর মৌলিক অধিকার রক্ষা ও শৃঙ্খলামূলক কার্যক্রমের সুষ্ঠু তদন্তের সুবিধাদার্থে হারমোসো বা তার ঘনিষ্ঠজনদের সঙ্গে রুবিয়ালেস নিজে কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। একই আদেশ আরএফইএফ এর কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।’
ফিফা জানিয়েছে, সাময়িক নিষেধাজ্ঞার বিষয়টি রুবিয়ালেস, আরএফইএফ ও ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে (উয়েফা) অবহিত করেছে তারা।
ফিফার নিষেধাজ্ঞার আগে আরএফইএফ সভাপতি লুইস রুবিয়ালেস দাবি করেছিলেন, সম্মতি নিয়েই জেনিফার হারমোসোকে চুমু দিয়েছিলেন তিনি। যে কারণে পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন শুক্রবার। এরপর হারমোসোর বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
এদিকে এই ঘটনার জেরে স্পেনের হয়ে স্পেনের বিশ্বকাপজয়ী স্কোয়াডের ২৩ জনের সঙ্গে আরও ৫৮ জন খেলোয়াড় ধর্মঘটের ডাক দিয়েছেন। রুবিয়ালেস পদত্যাগ না করা পর্যন্ত তারা জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।








