রবীন্দ্রসংগীতের আবেশে আবারও কলকাতার শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেলেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ‘ইস্ট মিটস ওয়েস্ট’ শিরোনামের বিশেষ এই সংগীত আয়োজনে প্রায় দুই ঘণ্টা ধরে তিনি গানে গানে তৈরি করেন আবেগঘন এক সুরের বন্ধন।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার ঐতিহ্যবাহী বিবেকানন্দ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজন ঘিরে শুরু থেকেই ছিল দর্শক–শ্রোতার বাড়তি আগ্রহ।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, মিলনায়তনের নির্ধারিত আসনসংখ্যার বাইরেও বিপুলসংখ্যক শ্রোতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শেষ পর্যন্ত তারা মনোযোগ দিয়ে পুরো পরিবেশনা উপভোগ করেন।
অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা মোট ১৯টি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। নিজের বাছাই করা গানগুলোর পাশাপাশি শ্রোতাদের অনুরোধেও বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে তিনি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠান শেষে অনুভূতির কথা জানিয়ে বন্যা বলেন, “দীর্ঘ বিরতির পর কলকাতায় গেয়ে যে সাড়া পেলাম, তা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার।”
এবারের আয়োজনে সংগীতায়োজনেও ছিল ব্যতিক্রমী ছোঁয়া। পিয়ানোর সঙ্গে অন্যান্য বাদ্যযন্ত্রের সমন্বয়ে পরিবেশিত গানগুলো রবীন্দ্রসংগীতের চিরচেনা সুরে যোগ করে ভিন্নমাত্রা। এতে শ্রোতারা নতুন এক অনুভূতির মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।
‘সকাতরে ওই কাঁদিছে সকলে’ গান দিয়ে শুরু হওয়া এই সংগীতসন্ধ্যা শেষ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় গান ‘চিনি গো চিনি তোমারে’ দিয়ে। রবীন্দ্রনাথের গানের মাধ্যমে পূর্ব ও পশ্চিমের সাংস্কৃতিক সেতুবন্ধনের বার্তা তুলে ধরে ‘ইস্ট মিটস ওয়েস্ট’ আয়োজনটি শেষ পর্যন্ত রূপ নেয় এক স্মরণীয় সংগীতসন্ধ্যায়- এমনটাই জানান আয়োজকরা।









