খ্যাতনামা রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’ পদকের জন্য মনোনীত হয়েছেন। শিল্পীর এই অর্জন উদযাপনের জন্য রবিবার চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’ এ বিশেষ পর্বের আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গুণী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে চ্যানেল আই কার্যালয়ে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। সুরের ধারার শিক্ষার্থী-শিল্পীদের গানে বরণ করে নেয়া হয় তাকে। হাতে তুলে দেয়া হয় ফুলের তোড়া। পরিয়ে দেয়া হয় লাল-সবুজ উত্তরীয়।
এরপর তারকা কথনের স্টুডিওতে রেজওয়ানা চৌধুরী বন্যা জানান গান নিয়ে পথ চলার কথা। শিল্পীর সঙ্গে ছিলেন শিল্পী শামা রহমান। উপস্থাপনা করেছেন দীপ্তি চৌধুরী। অনুষ্ঠানটির প্রযোজক অনন্যা রুমা।
শিল্পী জানান, বুদ্ধি হওয়ার পর থেকেই রবীন্দ্রনাথের সাথে তার পরিচয়। পড়তেন কবিতা। শিল্পীর মামাও রবীন্দ্র সংগীত গাইতেন। যখন গান শিখতে শুরু করতেন, তখনও জানতেন না রবীন্দ্র সংগীতটাকে পেশা হিসেবে নেবেন। পরে ১৯৭৪-এ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর স্কলারশিপের জন্য আবেদন করাই তার জীবনের মোড় ঘুড়িয়ে দিয়েছে বলে জানান শিল্পী।

শিল্পী জানান, যত সময় যাচ্ছে তত রবীন্দ্র সংগীতের প্রতি টান বাড়ছে তার। যে কোনো সংকটে, সম্পদে, দ্বিধা-দ্বন্দ্বে রবীন্দ্রনাথেই আশ্রয় খোঁজেন তিনি। প্রতিনিয়ত নতুন নতুনভাবে আবিষ্কার করেন। এই আবিষ্কারের মধ্য দিনে আরও বেশি কাছের মনে হয় তার।
রবীন্দ্রসংগীতের প্রচার ও প্রসারে ১৯৯২ সালে গড়ে তোলেন গানের স্কুল ‘সুরের ধারা’। সেই সময় স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী ও শিক্ষিকা কণিকা বন্দ্যোপাধ্যায় তাকে অনুপ্রেরণা জুগিয়েছেন।
রেজওয়ানা চৌধুরী বন্যাকে শুভেচ্ছা জানিয়ে শামা রহমান বলেন, ‘আমি অনেক সম্মানিত বোধ করছি। আমাদের দেশের গৌরব। অন্য দেশ থেকে এত বড় একটি স্বীকৃতি পাওয়া অনেক বড় গৌরবের এবং তার এটি প্রাপ্য।’
রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, ‘পদ্মশ্রী’ পদকের জন্য মনোনীত হওয়ার পর শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। বিশিষ্টজন থেকে শুরু করে সাধারণ মানুষ তাকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসাটাই তার প্রাপ্তি।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে ফোন করেছেন সাহিত্যিক আনিসুল হক। কলকাতা থেকে ফোন করেছিলেন লেখিকা রূপা সেনগুপ্ত।

অনুষ্ঠানের শেষে রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে এবং কেক কেটে শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। এসময় শাইখ সিরাজ বলেন, ‘এটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন।’
সংগীত জীবনে দুই বাংলায় প্রায় দুই শতাধিক অ্যালবাম প্রকাশ করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। বর্ণাঢ্য জীবনে তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার। ২০১৬ সালে পেয়েছেন স্বাধীনতা পদক, ২০১৭ সালে ভারত সরকার তাকে ‘বঙ্গভূষণ’ পদক দিয়ে সম্মানিত করে।







