ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি রক্ষণ দুর্দশা দূর করতে সোমবার লেন্স থেকে আবদুকোদির খুসানভকে দলে টেনেছে। এবার ব্রাজিল থেকে আরেক ডিফেন্ডার ভিতর রেইসকে দলে টানল তারা। রেইসকে সাড়ে চার বছরে দিতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে চারশ কোটি টাকা।
ইপিএলে চলতি মৌসুমে ২০ ম্যাচে গার্দিওলা জিতেছেন ১১টিতে। দলটির বর্তমান অবস্থান টেবিলের পাঁচে এবং হজম করেছে ২৯ গোল। দুর্দশা কাটাতে ১৯ বর্ষী সেলেসাও তারকাকে পালমেইরাস থেকে উড়িয়ে আনা হল। ম্যানসিটিতে তিনি থাকবেন ২০২৯ সালের জুন পর্যন্ত।
ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে রেইস বলেছেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে দারুণ খুশি। সাম্প্রতিক সময়ে সবাই আমার অর্জন দেখেছেন এবং শিরোপার খোঁজে আমার পদচিহ্ন রাখতে চাই।’
‘পেপ গার্দিওলার সাথে কাজ করতে প্রত্যেক তরুণ খেলোয়াড়ই চায় এবং জানি তিনি আমাকে সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে পারেন। সিটির ব্রাজিলিয়ান ফুটবলারদের সাথে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে। স্কোয়াডে থাকা এডেরসন এবং স্যাভিনহো দলের সাথে মানিয়ে নিতে আমাকে সাহায্য করবেন।’
সিটির ফুটবল ডিরেক্টর রেইসকে নিয়ে জানিয়েছেন, ‘ভিতর রেইস প্রতিভাসম্পন্ন অন্যতম সেরা খেলোয়াড় এবং তাকে দলে টানতে পেরে আমরা আনন্দিত। ব্রাজিলের মূল দলে তার অল্প সময়ে দেখিয়েছেন যে, খেলায় অনেকদূর যাওয়ার ক্ষমতা রাখেন। আমরা জানি পেপ এবং আমাদের কোচদের সাথে কাজ করা তার থেকে সেরাটা বের করতে সাহায্য করবে।’









