ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর। এর আগে ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
পরবর্তীতে ১৮ ডিসেম্বর তফসিল সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সংশোধিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমানো এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে।
ইসির সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি (সোমবার থেকে শুক্রবার)। আর আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি (শনিবার থেকে পরবর্তী সপ্তাহের রোববার) পর্যন্ত।
সংশোধিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল দায়ের ৫–৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০–১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুসারে জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।









