পদ্মা সেতুর রেল ও কর্ণফুলী টানেলের মতো প্রকল্পে খরচের তুলনায় রাজস্ব প্রাপ্তি খুবই কম বলে মন্তব্য করেছেন, সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ফাওজুল কবির খান।
আজ ৫ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ মানবসম্পদ সংগঠন ফেডারেশনের আয়োজনে ষষ্ঠ জাতীয় এইচআর কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, পদ্মা সেতুর রেল প্রকল্পে ৪০ হাজার কোটি টাকা খরচ হয়েছে। কর্ণফুলী টানেলের পেছনে খরচ ১০ হাজার কোটি টাকা। খরচের তুলনায় রাজস্ব প্রাপ্তি খুবই কম।
এগুলোতে অনেক অপচয় ও দুর্নীতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান, ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান, সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর ইউসুফ এম ইসলামসহ অন্যরা।









