গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হামিদুর রহমানকে ওএসডি করা হয়েছে। এই মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (এলজিআরডি) সচিব মো. নজরুল ইসলাম।
আজ (২৫ মার্চ) মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মো. নজরুল ইসলাম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে গত ৬ জানুয়ারি যোগদান করেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ সাল থেকে ২০২৪ পর্যন্ত তাকে পদোন্নতি বঞ্চিত রাখা হয়। এ সময়কালে বিভিন্ন পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে পদায়ন করা হয়।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালে তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়। এরপর সচিব পদে পদোন্নতি পান।









