জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ চার পদে নতুন প্রশাসক নিযুক্ত করা হয়েছে। রেজিস্টার, প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও হল প্রভোস্ট পদে চার শিক্ষককে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপাচার্যের নির্দেশে পৃথক বিবৃতিতে এই নিয়োগের কথা জানানো হয়। একই দিন বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত সপ্তম উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এসব নিয়োগ দেয়া হয়।
রেজিস্ট্রার হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর পদে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক পদে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. কেএম রিফাত হাসান এবং হল প্রভোস্ট হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের ড. সাবিনা শরমিন নিয়োগ পেয়েছেন।
অফিস আদেশ অনুযায়ী, তারা প্রত্যেকেই পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। ১৯ সেপ্টেম্বর থেকেই তারা দায়িত্বভার গ্রহণ করবেন। তারা সকলেই বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে জানানো হয়েছে।









