২৬ বছর ধরে নিখোঁজ থাকা একজন আলজেরিয়ান ব্যক্তিকে তার প্রতিবেশীর বাড়ি থেকে বন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি যেখানে বন্দি ছিলেন সেই বাসাটি তার নিজের বাসা থেকে মাত্র কয়েক মিনিটের পথ।
গালফ নিউজ জানিয়েছে, ১৯৯৮ সালে আলজেরিয়ায় গৃহযুদ্ধের সময় ১৯ বছর বয়সে ওমর বি নিখোঁজ হন। তার পরিবার মনে করেছিল, তাকে অপহরণ করা হয়েছে বা হত্যা করা হয়েছে।
ওমর বি’কে ডিজেলফা শহর থেকে প্রায় ২০০ মিটার দূরে খড়ের স্তুপের মধ্যে পাওয়া গেছে। তার কিছুদিন আগেই ওমরের ভাই তাকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। ওমরের বয়স এখন ৪৫ বছর।
দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, এল গুইডিড শহরের পৌরসভার একজন ৬১ বছর বয়সী পাহারাদার ওমরকে ২৬ বছর ধরে বন্দি করে রেখেছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওমর জানিয়েছেন, তিনি সাহায্যের জন্য চিৎকার করতে অক্ষম ছিলেন কারণ তাকে মন্ত্রের মাধ্যমে বশ করে রাখা হয়েছিল।









