ডিমের বাজার স্থিতিশীল রাখতে ‘সাময়িক সময়ে’র জন্য নিত্যপণ্যটির আমদানিতে শুল্ক মওকুফের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটির পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) এ সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে।
মঙ্গলবার এনবিআর চেয়ারম্যান বরাবর পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে: অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়ে গত ২৯ আগস্ট এনবিআরের কাছে একটি প্রতিবেদন পাঠায় ট্যারিফ কমিশন।
এরপর ৪ সেপ্টেম্বর এনবিআর আলু ও পেঁয়াজ আমদানিতে শুল্ক করে, যার ফলে এ দুই পণ্যের বাজারদরে স্থিতিশীলতা ফিরেছে। তবে কমিশনের সুপারিশ অনুযায়ী ডিমের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে চিঠিতে উল্লেখ করেছে ট্যারিফ কমিশন।
বর্তমানে বাজারে এক ডজন ডিম কিনতে ১৭০ টাকা পর্যন্ত গুণতে হচ্ছে গ্রাহককে। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবির তথ্য মতে, গত এক মাসেই ডিমের মূল্য বেড়েছে ১৫ শতাংশ পর্যন্ত আর এক বছরে বেড়েছে ২০ দশমিক ৪১ শতাংশ।








