ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানান।
সংশোধিত আরপিওর নানা দিক তুলে ধরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, ইভিএম বক্স বিলুপ্ত করা হয়েছে।
তিনি বলেন, যারা প্রার্থী হবেন তাদের দেশে বিদেশে সব সম্পত্তির হিসাব দিতে হবে, যা প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, যারা প্রার্থী হবেন, তাদের জামানত ৫০ হাজার টাকা করা হয়েছে এবং আদালত ঘোষিত পলাতক আসামী ভোটে অংশ নিতে পারবে না না বলেও আরপিওতে উল্লেখ করা হয়েছে।
সংশোধনী আরপিওতে না ভোট রাখার বিধান রাখা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।









