দেশে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৭ দিনে দেশে আসা রেমিট্যান্স প্রবাহ ১৪ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪০৮ মিলিয়ন ডলার। সেই হিসেবে চলতি বছরের ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। এ নিয়ে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ২ হাজার ৭৫২ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের শুরু থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৫ হাজার ৭৯১ মিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১৩ হাজার ৫৪৫ মিলিয়ন ডলার।
বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা অব্যাহত থাকা এবং প্রবাসীদের আয় পাঠাতে উৎসাহিত করা এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।









