জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস শনিবার (২৭ আগস্ট)। ১৯৭৬ সালের এই দিনে মৃত্যু বরণ করেন তিনি। বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সংগীতকার ছিলেন কাজী নজরুল। মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
নজরুল স্মরণে তার ৪৬তম প্রয়াণ দিনে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় নিবেদিত চ্যানেল আই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
মূল অনুষ্ঠান শুরু হবে শুক্রবার দিবাগত রাত ১টায়। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ ‘তৃতীয় মাত্রা’ প্রচারের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল ৯টা ৪৫ মিনিটে।
সকাল ৭টা ৩০ রয়েছে স্টুডিও থেকে সরাসরি ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। সকাল ১১টা ৫ মিনিট প্রচার হবে রাশেদা রওনক খানের উপস্থাপনায় সরাসরি ‘সরাসরি নজরুল’। প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে গীতালি হাসান পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘প্রিয়া তুমি সুখী হও’।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব। রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ইজাজ খান স্বপনের পরিচালনায় একক সংগীতানুষ্ঠান। পরিবেশানায় ফেরদৌস আরা।
রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে মেট্রোসেম ‘টু দ্য পয়েন্ট’ এর বিশেষ পর্ব। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’। রাত ১০টায় প্রচার হবে নজরুলের বিখ্যাত বিদ্রোহী কবিতার ১০০ বছরপূর্তি উপলক্ষে কলকাতার ৩/৪- সিতালতলা লেনের যে ঘরটিতে বসে বিদ্রোহী কবিতা নজরুল রচনা করেছিলেন স্মৃতিবিজরিত সেই স্থানে ধারণকৃত একটি তথ্যচিত্র। পরিচালনায় শহীদুল আলম সাচ্চু।
রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে ইফতেখার মুনিমের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘স্বকণ্ঠে নজরুল’। রাত ১০টা ১৮ মিনিটে রয়েছে ‘৩০০ সেকেন্ড’র বিশেষ পর্ব। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘প্রকৃতির আলপনা’।









