একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে উল্লেখ করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন বলেন, ধর্মীয় অপব্যাখ্যা দেয়া আইনত শাস্তিযোগ্য অপরাধ।
সোমবার (২৬ জানুয়ারি) গুলশানে দলের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব এ কথা বলেন।
তিনি বলেন, ভূয়া, জাল, মৃত ব্যক্তির নামে ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ জানান তিনি।
মাহাদী আমিন আরও বলেন, আনসার ও ভিডিপির সদস্যদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে নিজ থানার বাইরে নির্বাচনী দায়িত্ব প্রদানের দাবি জানাচ্ছি।
বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, তারেক রহমানের নির্বাচনী জনসভাগুলোতে মানুষ অভূতপূর্ব সাড়া দিয়েছে। নারীদের ব্যাপক উপস্থিতি ছিল। তারেক রহমানও প্রতিটি খাত নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেছেন।









