মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে স্থান করে নেয়ার পর ‘রেহানা মরিয়ম নূর’ এর প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ম নজর রাখছেন দেশের সিনেমাপ্রেমীরা। দিন কয়েক আগে কানের অফিশিয়াল ওয়েব সাইটের মাধ্যমে সবাই প্রথমবারের মতো দেখলেন সিনেমার কিছু স্থিরচিত্র।
স্থিরচিত্রে মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো বহুল প্রতীক্ষিত ‘রেহানা মরিয়ম নূর’ এর ট্রেলার। শুক্রবার কানের অফিশিয়াল ওয়েব সাইটে ‘রেহানা মরিয়ম নূর’ এর ট্রেলার প্রকাশিত হয়।
এতোদিন ধরে সবাই শুধু শুনে আসছিলেন যে, মরিয়ম নামের এক মেডিকেল কলেজ শিক্ষকের একার সংগ্রাম নিয়ে সিনেমার কাহিনী! কিন্তু এবার ১ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারের মাধ্যমে সেই সংগ্রামী নারীকে দেখতে পারছেন সবাই।
ট্রেলারের প্রায় পুরোটা জুড়েই মরিয়ম নামের সেই প্রতিবাদী নারীর অবয়ব। কলেজে একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হওয়ার পর পাল্টে যেতে থাকে শিক্ষক মরিয়মের মনোজগৎ। এরপর থেকে হেনস্তার শিকার সেই ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হন এবং ঘটনার প্রতিবাদ করতে শুরু করেন। ক্রমশ একরোখা হয়ে ওঠতে দেখা যায় মরিয়মকে।
অনড় মরিয়ম তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রীকে ন্যায় বিচার এনে দিতে পারবেন তো?
সে প্রশ্নের উত্তর দিবে পুরো সিনেমা। কিন্ত তার আগে মাত্র দেড় মিনিটের ট্রেলারে সেই সংগ্রামী নারীর ভূমিকায় যে বাঁধনকে দেখা গেছে, তিনি অনবদ্ধ! এই বাঁধনকে এরআগে এভাবে কেউ আবিষ্কার করেনি।
মাত্র দেড় মিনিটের ট্রেলারেই বাঁধন বুঝিয়ে দিলেন, সিনেমা অঙ্গনে তিনি কেমন প্রস্তুতি নিয়ে পা রেখেছেন!
মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠছে মঙ্গলবার (৬ জুলাই)। আর উৎসব শুরুর পর দিনই দেখা যাবে বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিশিয়াল সিলেকশন পাওয়া চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’।
সিনেমা সংশ্লিষ্টরাই বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, আসছে বুধবার (৭ জুলাই) সকাল ১১টায় কানের ডেবুসি থিয়েটারে ‘রেহানা মরিয়ম নূর’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। এদিন ছাড়াও উৎসবে আরো কয়েকটি প্রদর্শনী রয়েছে সিনেমাটির।
কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে এরইমধ্যে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন ‘রেহানা মরিয়ম নূর’ এর পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ সহ টিমের ৭ জন। সেখানে কোয়ারেন্টাইন শেষে ৬ জুলাই কান উৎসবে যোগ দিবেন তারা।
এবার কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে লিওস ক্যারাক্সের ‘অ্যানেত’ চলচ্চিত্রের মাধ্যমে। এটি ক্যারাক্সের প্রথম ইংরেজি সিনেমা।
‘রেহানা মরিয়ম নূর’ স্থান করে নেয়ায় কান উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ [ভিন্ন দৃষ্টিকোণ] বিভাগ নিয়ে এবার বাংলাদেশের সিনেমাপ্রেমীদের আছে বাড়তি কৌতূহল। এই সিনেমা সহ এ বছর এই বিভাগে মনোনয়ন পেয়েছে মোট ১৫ দেশের ১৮টি সিনেমা।
এ বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে এবার থাকছেন ব্রিটিশ নির্মাতা অ্যান্দ্রেয়া আর্নল্ড। বিচারক দলে আরও থাকছেন মার্কিন নির্মাতা মাইকেল কোভিনো, ফরাসী অভিনেতা এলসা জিলবারস্টেইন। আর্জেন্টিনার নির্মাতা ড্যানিয়েল বারম্যান এবং আলজেরিয়ান নির্মাতা মউনিয়া মেডৌর।
এদিকে কানের ৭৪তম আসরের প্রধান বিচারক হিসেবে থাকছেন স্পাইক লি। এই প্রথম কৃষ্ণাঙ্গ কোনও পরিচালক কানে বিচারকদের সভাপতি হলেন।
স্পাইক লি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত ছবিগুলোর মধ্যে কোনটি স্বর্ণ পাম জিতবে তা নির্ধারণ করবেন। তিনি বিজয়ীর হাতে পুরস্কারও তুলে দিবেন। স্পাইক লির নেতৃত্বে মূল প্রতিযোগিতা বিভাগে থাকবেন আরও কয়েকজন বিচারক।
‘রেহানা মরিয়ম নূর’ এর ট্রেলার দেখতে ক্লিক করুন:







