কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ সেশনের হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে।বিশ্ববিদ্যালয়ের পঞ্চমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন গত ১৮ ডিসেম্বর (রোববার) থেকে শুরু হয়ে চলবে আগামী ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত।
হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ কমিটির ক্যাম্পাস ডিরেক্টর মো. মুজাহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এবারের হাল্ট প্রাইজের থিম হচ্ছে এসডিজি-১৭ এর লক্ষ্যমাত্রা। প্রতিযোগীরা এসডিজি-এর যেকোনো একটি বা একাধিক লক্ষ্যের সমন্বয়ে একটি নতুন ব্যবসায়িক ধারণা উপস্থাপন করতে পারবেন।
এছাড়াও এবারের হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। ধাপ তিনটি হলো ‘আইডিয়া সাবমিশন’, ‘অনলাইন প্রেজেন্টেশন’ এবং ‘ফাইনাল পিচ’। প্রথম দুটি ধাপ অনুষ্ঠিত হবে অনলাইনে এবং চূড়ান্ত ধাপটি অনুষ্ঠিত হবে অফলাইনে। প্রতিযোগিতার প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন এবং সর্বনিম্ন ২ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন। হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রতিযোগিতার কোনো রেজিস্ট্রেশন ফি নেই।
এবারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে ক্যাম্পাস ডিরেক্টর মো. মুজাহীদুল ইসলাম বলেন, শীতকালীন অবকাশের কারণে আমরা এবারে মূলত অনলাইন রেজিস্ট্রেশনের ওপর গুরুত্ব দিচ্ছি। আমাদের পেইজে রেজিস্ট্রেশন লিংকসহ প্রয়োজনীয় সব তথ্য দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন লিংকের সঙ্গে একটি ‘গাইডবুক’ সংযুক্ত করেছি। যেখানে প্রতিযোগিতা, এবারের চ্যালেঞ্জ এবং প্রতিযোগিতার তিনটি ধাপ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। আমার লক্ষ্য হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং এমন কিছু টিম ও আইডিয়া তুলে আনা, যা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে।
উল্লেখ্য, প্রতি বছর পৃথিবীজুড়ে ১২১টি দেশের প্রায় ১ হাজার ৫০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজয়ী দলকে পরবর্তী সময়ে আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। জাতিসংঘের তত্ত্বাবধায়নে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১ মিলিয়ন ইউএস ডলার (প্রায় সাড়ে ৮কোটি টাকা) পুরস্কার হিসেবে দেয়া হয়।
হাল্ট প্রাইজের গত আসর ২০২৩-২৪ প্রতিযোগিতার কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস রাউন্ডের চ্যাম্পিয়ন হয় ‘টিম ইকো ব্যান্ড’। ২২০ দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন এ দলটি মুম্বাইয়ে রিজিওনাল সামিটে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছিল। এবছর ৭-৯ জুন দেশের গণ্ডি পেরিয়ে ভারতের মুম্বাইয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতার রিজিওনাল সামিটে অংশ নেয় দলটি।









