বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফওজুল কবির খান বলেন, বিশ্ববাজারে এলপিজির দাম কমলে বাংলাদেশেও দাম কমবে, তবে এই মুহূর্তে দাম কমানো একটি চ্যালেঞ্জের বিষয়।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘বাংলাদেশে এলপিজি: অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ১২০০ টাকার এলপিজি সিলিন্ডার ১৪০০-১৫০০ টাকায় বিক্রি হয়। ব্যবসায়ীদের এ বিষয়ে দায়িত্ব নিতে হবে।
ব্যবসায়ীদের বেশি মুনাফা করে টাকা পাচারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজির দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি, কারণ বর্তমানে এর বাজার মূল্য বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থালি ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দাম ১ হাজারের নিচে থাকা উচিত এবং বিশ্ববাজারের দামের উপরই এটি নির্ভর করে।









