স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ বলেছেন, ফেনী, নোয়াখালীতে বন্যার কাজে রেডক্রিসেন্ট সোসাইটির কাজ এবং ভূমিকা সন্তোষজনক ছিল না। তাই রেডক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। নতুন করে পরিচালনা পর্ষদ গঠন করা হবে।
মঙ্গলবার ২৭ আগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়কে পুরোপুরি পেপারলেস করার উদ্যোগ নেয়া হচ্ছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাজ করে না, সেই প্র্যাকটিস চলে গেছে ৫ আগস্টের পর থেকে।
এসময় দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য গণমাধ্যমের সহযোগিতা চান এম এ আকমল হোসেন আজাদ।









