চ্যানেল আই প্রাইমের ইউটিউবে প্রকাশের মাত্র ২২ ঘণ্টায় ৩ মিলিয়ন (৩০ লাখ) ভিউয়ের রেকর্ড স্পর্শ করলো ভিকি জাহেদের বহুল আলোচিত ‘পুনর্জন্ম’ নাটকের অন্তিম পর্ব! যা নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা সহ নাটকটির সঙ্গে সংশ্লিষ্টরা!
শুধু ভিউয়ের রেকর্ডই নয়, ইউটিউব ট্রেন্ডিংয়েও নাটকটি এখন তালিকার উপর দিকে। অর্থ্যাৎ বাংলাদেশে এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে ২ নম্বরে জায়গা করে নিয়েছে নাটকটি। শীর্ষস্থানে আছে কাজল আরেফিন অমি পরিচালিত তারকাবহুল নাটক ‘কিডনি’। এটিও চ্যানেল আইয়ের ঈদ অনুষ্ঠানে দেখেছেন দর্শক!
শনিবার রাত পৌনে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইউটিউবে ‘পুনর্জন্ম’র অন্তিম পর্ব দেখা হয়েছে ৩৩ লাখ বার! যেখানে মন্তব্য আছে ১২ হাজারের বেশী! প্রায় সব মন্তব্যেই দর্শক তার ভালো লাগার কথা লিখেছেন! প্রশংসা করেছেন নির্মাতা ভিকি জাহেদ, অভিনেতা আফরান নিশো ও মেহজাবীনের।
২২ ঘণ্টায় ৩০ লাখ ভিউডের রেকর্ড স্পর্শ করায় ভিকি জাহেদ ফেসবুকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘মাত্র ২২ ঘন্টায় ইউটিউবে ৩০ লক্ষ ভিউস অর্জন করেছে পুনর্জন্ম অন্তিম পর্ব! অভিনন্দন জানাই পুনর্জন্ম সিরিজের পুরো টিমকে। দর্শকদের প্রতি রইলো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।’
এরআগে শুক্রবার রাতে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর প্রকাশিত হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে! স্ট্রিমিং হওয়ার সময় একসঙ্গে এক লাখের বেশী দর্শক দেখেন ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তীর বিশেষ এই নাটক! সিক্যুয়ালে নির্মিত এই নাটকের মূল চরিত্রে অভিনয় করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। এছাড়াও ‘পুনর্জন্ম’ ইউনিভার্সে নওশাবা, মুকুল সিরাজসহ, সেন্টু, খায়রুল বাসার সহ আগে যাদেরকে দেখেছেন দর্শক, অন্তিম পর্বে সবাইকে পাবেন।
২০২১ সালের জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর একই বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। সর্বশেষ গেল বছরের ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রচার হয় ‘পুনর্জন্ম ৩’। এরপর রিলিজ দেয়া হয় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে। সেখানে লাখ লাখ দর্শক নাটকটি দেখেছেন, করেছেন তুমুল প্রশংসা।








