ঈদুল আজহার ছুটির প্রথম দিনেই নতুন রেকর্ড গড়ল দেশের সবচেয়ে বড় স্থাপনা পদ্মা সেতু। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পার হয়েছে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন, আর টোল আদায় হয়েছে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা— যা পদ্মা সেতু চালুর পর একদিনে সর্বোচ্চ আদায়ের নতুন মাইলফলক।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবারের রেকর্ড শুধু টোল আদায়েই নয়, যানবাহন চলাচলের সংখ্যাতেও নতুন উচ্চতা স্পর্শ করেছে। বৃহস্পতিবার ৫ জুন দিবাগত রাত ১২টা পর্যন্ত হিসাব অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরুর দিনেই সেতুতে দেখা গেছে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভিড়।
২৪ ঘণ্টায় মাওয়া প্রান্ত দিয়ে ৩৫ হাজার ৯৮৫টি গাড়ি পার হয়েছে। এতে আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা। অপরদিকে জাজিরা প্রান্ত দিয়ে পার হয়েছে ১৬ হাজার ৫০২টি গাড়ি, টোল আদায় হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ২০০ টাকা।
এর আগে, সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড ছিল ২০২৪ সালের ৯ এপ্রিল-সেদিন আদায় হয়েছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা। আর যানবাহন পারাপারের রেকর্ড ছিল উদ্বোধনের দিন ২০২২ সালের ২৬ জুন, যেদিন সেতু দিয়ে পার হয়েছিল ৫১ হাজার ৩১৬টি গাড়ি। এবারের ঈদযাত্রা এই দুই রেকর্ডই ছাড়িয়ে গেল।
২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পর থেকে পদ্মা সেতু দিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ২১৮টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ২ হাজার ৪৫২ কোটি ৮২ লাখ টাকারও বেশি।









