বাংলাদেশে যখন প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ তাণ্ডব চালিয়েছে ঠিক একই সময়ে পাকিস্তান মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখী হয়েছে। দেশটিতে তীব্র তাপপ্রবাহ ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৮ মে) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, গতকাল পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের ঐতিহাসিক শহর মোহেঞ্জোদারোর মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক শহর মোহেঞ্জোদারোর তাপমাত্রা পৌঁছেছিল ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা গ্রীষ্মের সর্বোচ্চ এবং চলমান তাপপ্রবাহের মধ্যে দেশের রেকর্ড সর্বোচ্চ।
পাকিস্তানের আবহাওয়া দপ্তরের শীর্ষ নির্বাহী সরদার সরফরাজ জানান, গতকাল মোহেঞ্জোদারোতে যে তাপাত্রা রেকর্ড করা হয়েছে, তা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড।
অসহনীয় গরম-তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মোহেঞ্জোদারোর জনজীবন। শহরের একটি রেস্তোরাঁর মালিক ওয়াজিদ আলী (৩২) বলেন, ‘লোকজন বাধ্য না হলে ঘর থেকে বের হচ্ছে না। ফলে গত বেশ কয়েক দিন ধরে রেস্তোরাঁতেও কস্টমার আসছে না। রেস্তোরাঁ খুলে প্রতিদিন আমি আর আমার কর্মচারীরা অলস হয়ে বসে থাকি।’

পরিবেশবিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে গত মাস থেকেই এশিয়াজুড়ে চরম তাপমাত্রা বিরাজ করছে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সরদার সরফরাজ বলেন, ‘এর আগে ২০১৭ সালে বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে সর্বোচ্চ ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা।’








