হজের দিন পবিত্র মক্কা নগরী এবং আশেপাশের স্থানে সর্বোচ্চ পরিমাণ ইন্টারনেট ব্যবহার এবং সর্বোচ্চ সংখ্যক ভয়েস কল করা হয়েছে। এদিন ৪ কোটি ২০ লাখের বেশি ভয়েস কল এবং প্রায় ৬ হাজার টেরাবাইট ইন্টারনেট ব্যবহার করা হয়েছে।
সৌদি গ্যাজেট জানিয়েছে, সৌদি আরবের কমিউনিকেশন, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশন (সিএসটি) হজের দিন মক্কা এবং পবিত্র স্থানগুলোতে মোবাইল ডেটা এবং ফোন কলের পরিসংখ্যান প্রকাশ করেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, এদিন মোট ভয়েস কলের সংখ্যা ছিল ৪২ দশমিক ২ মিলিয়ন যার মধ্যে ৩৬ দশমিক ৩ মিলিয়ন স্থানীয় কল এবং ৫ দশিমক ৯ মিলিয়ন ছিল আন্তর্জাতিক কল।
এছাড়াও পরিসংখ্যানে দেখা গেছে, হজের দিন মক্কা ও আশেপাশের স্থানগুলোতে মোট ডেটা খরচ হয়েছে ৫ দশমিক ৬১ হাজার টেরাবাইট যা ২ দশমিক ৩ মিলিয়ন ঘণ্টা হাই কোয়ালিটির ভিডিও ক্লিপ দেখার সমান।
উল্লেখ্য, গত ১৪ জুন সৌদি আরবে পালিত হয় পবিত্র হজ। হজ পালনে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন হজযাত্রীর সমাগম হয় দেশটিতে।









