চলতি বছরে (২০২৫ সাল) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা’র উদ্যোগে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ (জাতীয় পাঠ্যক্রম) জেদ্দা থেকে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়া ২৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
কনস্যুলেট জেনারেলের কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের হাতে কনস্যুলেটের পক্ষ থেকে অভিনন্দনপত্র ও ক্রেস্ট প্রদান করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির।
অনুষ্ঠানে কনস্যুল কর্মকর্তা, শিক্ষকসহ শিক্ষার্থীদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কনসাল জেনারেল মিয়া মাইনুল কবির বলেন, শুধু একাডেমিক শিক্ষা নয় কারিগরি শিক্ষায় নিজেদেরকে মনোনিবেশ করতে হবে। উচ্চতর শিক্ষার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরো বলেন, নতুন প্রজন্মই আগামী দিনের আলোকবর্তিকা যারা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব করবে এবং দেশ গঠনে ভূমিকা রাখবে।
২০২৪ এর জুলাই আগস্ট এবং ইতিপূর্বে বিভিন্ন আন্দোলনে তরুণদের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে তিনি ছাত্র-ছাত্রীদের বাংলাদেশের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহবান জানান।
পাশাপাশি যে তরুণরা ২৪ এর আত্মত্যাগ করেছেন, তাতে উদ্বুদ্ধ হয়ে আগামীতে সু-নাগরিক হয়ে বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করবে, এই প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে প্রবাসে বসবাসরত বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও বাংলাদেশের সংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে কনসাল জেনারেল আশাবাদ ব্যক্ত করেন।।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবৃন্দ এই আয়োজনকে অত্যন্ত প্রেরণাদায়ক বলে তাদের অনুভূতির কথা ব্যক্ত করেন।
কন্সুলেটের পক্ষ থেকে প্রতিবছরই এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।









