প্রেমিকের দেয়া আগুনে মারা গেছেন প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে অংশ নেয়া উগান্ডার দৌড়বিদ রেবেকা চেপ্টেগি। ৩৩ বর্ষী অ্যাথলেটের মৃত্যুর জন্য কেনিয়া সরকারকে দায়ী করেছেন তার বাবা জোসেফ চেপ্টেগি।
রেবেকা উগান্ডার হলেও তিনি বসবাস করতেন কেনিয়ায়। গত রোববার সেখানকার বাড়িতে প্রবেশ করে রেবেকার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তার প্রেমিক ডিকসন এনডিমা। শরীরের ৭৫ ভাগই পুড়ে গিয়েছিল নারী অ্যাথলেটের। সংকটাপন্ন অবস্থায় কেনিয়ার এলডোরেটেরের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে বৃহস্পতিবার প্রাণ হারান ৩৩ বর্ষী অ্যাথলেট।
রেবেকা বাবা জোসেফের অভিযোগ কেনিয়া সরকারের অবহেলার কারণেই প্রাণ হারিয়েছেন রেবেকা। জানিয়েছেন, পরিস্থিতি টের পেয়ে আগেই কেনিয়ার সরকার এবং কেনিয়ার পুলিশকে জানানো হয়েছিল। তবে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ জোসেফের।
‘আমার মেয়ের মৃত্যুর জন্য কেনিয়ার সরকারের অবহেলা ছিল। ঐ ছেলেটি আমার মেয়েকে মারধর করেছে, খুবই ঝামেলা করছে। আমি সরকারকে জানিয়েছি, পুলিশের তদন্ত বিভাগেও জানিয়েছি। তারা অবেহলা করেছে। কোনো উদ্যোগ নেয়নি। প্রথমেই উদ্যোগ নেয়া হলে আমার মেয়েকে বাঁচানো যেত।’









