এ মৌসুমে লিগ শিরোপার পথে বেশ এগিয়ে আছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। শনিবার রিয়াল মায়োর্কার ঘরের মাঠে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল। টেবিলের দুইয়ে থাকা বার্সেলোনার চেয়ে স্পষ্ট আট পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেছে দলটি। এমন জয় নিয়ে মাঠ ছাড়তে পেরে বেশ খুশি আনচেলত্তি।
অরিলিয়ে শুয়ামেনির গোলে জয়ের পর আনচেলত্তি বলেছেন, ‘যেমন ধরনের খেলা আশা করছিলাম এটি তেমন একটি খেলা ছিল। মায়োর্কা বেশ প্রতিরোধ গড়েছে, ভালো ডিফেন্স করেছে। প্রথমার্ধে আমরা ভালো খেলিনি এবং মন্থর ছিলাম। দ্বিতীয়ার্ধ বেশ ভালো ছিল।’
‘এ জয় বেশ গুরুত্বপূর্ণ, যা আমাদের শিরোপার আরও কাছাকাছি নিয়ে গেছে। আমরা ভালো সময় পার করছি এবং আগামী বুধবারের কথা ভাবতে হবে, যার জন্য আমাদের হাতে সময় আছে এবং আমরা ভালোটাই দিতে চাই। প্রতিটি ম্যাচই ফাইনাল। এখানে জিততে পেরে খুশি, কারণ এখানে জিততে কৌশলী হতে হয়। আমরা জিতেছি কারণ দ্বিতীয়ার্ধ আমাদের মতো গেছে।’
‘পুরোটা সময় দলটা অনেক শক্তিশালী ছিল। আমাদের ধারাবাহিকতা এবং দৃঢ়তা ছিল। আমরা সবসময় ভালো খেলিনি, কিন্তু প্রতিটি খেলা এবং প্রতি মিনিটে লড়াই করেছি।’ বলেছেন লস ব্লাঙ্কোসদের কোচ আনচেলত্তি।







